মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনে লাগেনি পরিবর্তনের ছোঁয়া

আজ বিশ্ব আদিবাসী দিবস

মোৗলভীবাজার প্রতিনিধি

সিলেট বিভাগের সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারের বিভিন্ন পাহাড়ে বসবাস করছেন ৪২ হাজার ৯১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। এদের নিজস্ব ভিটেমাটি কিংবা ফসলি জমি নেই। অন্যের লিজ নেওয়া পাহাড়ি জমিতে বসবাস করে জীবিকা নির্বাহ করেছেন বছরের পর বছর। নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য দেশের বাজার ছাড়িয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ-মধ্যপ্রাচ্যে। কিন্তু পরিবর্তনের ছোয়া লাগেনি তাদের জীবনমানে। এ অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মনিপুরি সম্প্রদায়ের তৈরি ‘মনিপুরি তাঁত’, খাসিয়াদের ‘পান’ ও চা শ্রমিকদের ‘চা পাতা’র সুনাম আজ বহির্বিশ্বে। মৌলভীবাজারে রয়েছে ৯২টি চা বাগান। এর মোটামুটি সবকটিতে তাদের বসবাস। এছাড়া রয়েছে সাঁওতাল, গারো ও ত্রিপুরা সম্প্রদায়। পাহাড়ের উপরে বসবাসকারী এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আজও বঞ্চিত সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। ছেলে-মেয়েদের শিক্ষিত করার জন্য নেই পর্যাপ্ত অধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান। যে কারণে বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে এই বিশাল জনগোষ্ঠী। তারা বঞ্চিত হচ্ছেন বিশুদ্ধ পানি, সেনিটেশন, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থাও। এমনকি তাদের মাতৃভাষাটা সুরক্ষা হচ্ছে না। এ সব দাবি নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন করলেও লাভ হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেয়নি সুনজর। তাদের দাবি আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করাসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা। আজ বিশ্ব আদিবাসী দিবসে এমনটাই প্রত্যাশা সব ক্ষুদ্র জতিগোষ্ঠীর। মনিপুরি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ বলেন, আমরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে ভাগ্য পরিবর্তন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে আরো এগিয়ে যেত পারব।

সর্বশেষ খবর