মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হাতি উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে গেল ভারতীয় বিশেষজ্ঞ দল

জামালপুর প্রতিনিধি

হাতি উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে গেল ভারতীয় বিশেষজ্ঞ দল

জামালপুরের সরিষাবাড়ীর চরে হাতি

জামালপুরের চরাঞ্চল থেকে ভারতীয় দলছুট বন্যহাতিটি উদ্ধার সম্ভব হয়নি। হাতিটি উদ্ধারে ব্যর্থ হয়ে রবিবার ভারতীয় বিশেষজ্ঞ দল জামালপুর ত্যাগ করে। গতকাল ঢাকায় বন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই টিম দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান। তবে বাংলাদেশ বনবিভাগের একটি বিশেষজ্ঞ দল এখনো হাতিটির গতিবিধি অনুসরণ করছে। বাংলাদেশ টিমের সদস্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘আমাদের সব প্রস্তুতি রয়েছে। সুযোগ পেলেই এটিকে উদ্ধার করবো।’ উল্লেখ্য, গত ২৭ জুন বন্যার পানিতে ভেসে আসে ভারতীয় একটি বন্যহাতি। এক মাসের বেশি সময় এটি জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। ভারতীয় বন্যহাতিটি উদ্ধারে গত বৃহস্পতিবার সে দেশের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। শুক্রবার থেকে টানা তিনদিন তারা হাতি উদ্ধারের চেষ্টা চালান। কোনোভাবেই হাতিটি ডাঙ্গায় ভিড়ানো সম্ভব হয়নি। এটি এখন অবস্থান করছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী ইজারাপাড়া এলাকার ঝিনাই নদী চরে।

সর্বশেষ খবর