বুধবার, ১০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
সোনারগাঁয় ব্যবসায়ী হত্যা

দারোগা ফখরুলের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ব্যবসায়ী আবদুল মতিন হত্যার অভিযোগে তার স্ত্রী নূরতাজ বেগম আদালতে মামলা করেছেন। আসামি করা হয়েছে সোনারগাঁ থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) ফখরুল ইসলামকে। গত ৩ আগস্ট সোনারগাঁ উপজেলার রাইজদিয়া গ্রামে পুলিশের ধাওয়া ও পিটুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল মতিন মারা গেছেন। ওই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পিটিয়ে পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে হত্যা করে। কনস্টেবল আরিফুল হত্যার ঘটনায় থানার এসআই আল আমীন তালুকদার বাদী হয়ে মতিনের ছেলে ও ভাইসহ ১৩ জনকে এবং অজ্ঞাত পরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন। মতিন হত্যার পর ঘটনাস্থলে থাকা এএসআই ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। নূরতাজ বেগম গতকাল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলা করলে ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করেন এবং আগামী ৩ অক্টোবর পুলিশ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অগ্রগতি প্রতিবেদন তলব করেছেন। মামলার আবেদনে মতিনের স্ত্রী নূরতাজ বেগম বলেন, ৩ আগস্ট বাড়ির পাশ থেকে গরুর জন্য খড় আনতে যান তারা। খড় নিয়ে ফেরার পথে একটি মোটরসাইকেল তার স্বামী আবদুল মতিনের গায়ে ধাক্কা দেয়। ধাক্কায় তার স্বামী পাশের পুকুরের ঢালে পড়ে যান। একপর্যায়ে মোটরসাইকেলের চালক তার সঙ্গীকে নির্দেশ দিয়ে বলেন— ‘শালারে পানিতে চুবাইয়া মার’। তখন একজন মতিনকে মারধর করে এবং পানিতে নামিয়ে মাথা পানির নিচে চেপে ধরে। কিছুক্ষণ পর মতিন নিস্তেজ হয়ে পড়েন।

সর্বশেষ খবর