বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হাতির আক্রমণে ১২ বাড়ি তছনছ, দুজন আহত

জামালপুর প্রতিনিধি

হাতির আক্রমণে ১২ বাড়ি তছনছ, দুজন আহত

হাতির আক্রমণে তছনছ বকশীগঞ্জ উপজেলার যাদুরচরের বাড়ি-ঘর —বাংলাদেশ প্রতিদিন

ভারতের পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির আক্রমণে তছনছ হয়েছে জামালপুরের সীমান্তবর্তী গ্রামের ১২টি বসতবাড়ি। এ সময় আহত হয়েছেন দুজন। জানা যায়, মেঘালয় রাজ্যের কাঁটাতারের করিডোর পেরিয়ে মঙ্গলবার রাতে ৩০-৪০টি বন্যহাতি নেমে আসে সীমান্তঘেঁষা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার যদুরচর গ্রামে। রাতভর হাতির দলটি ওই গ্রামে তাণ্ডব চালায়। নষ্ট করে খেতের ফসল। ১২টি বাড়িতে হানা দিয়ে তছনছ করে বসতঘর। খেয়ে সাবাড় করে মাচার ধান। গ্রামবাসী জানান, হাতির আক্রমণের সময় বাড়িঘর ছেড়ে মশাল জ্বালিয়ে সারা রাত তারা রাস্তায় কাটিয়েছেন। হাতির আক্রমণে আহত হয়েছেন রত্না বেগম নামে এক গৃহবধূ ও তার সাত বছরের শিশুসন্তান তন্ময়। গুরুতর আহত রত্নাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর