বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

যুবলীগ নেতাকে জঙ্গি সাজানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে পূর্ববিরোধের জেরে সোহেল রানা মাসুদ নামে এক যুবলীগ নেতাকে জঙ্গি সাজানোর অপতত্পরতা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক। এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতি মাসুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। মাসুদ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন যুবলীগের সভাপতি। মাসুদের দলীয় পরিচয় গোপন রেখে আজিজুল হক অভিযোগে উল্লেখ করেন, তিনি জানতে পারেন নৌকা প্রতীক সম্পর্কে ফেসবুকে মাসুদ বিরূপ মন্তব্য করেছেন। এছাড়া তিনি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারেন। শিবগঞ্জ থানার ওসি মুস্তাফিজার রহমান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে এসআই জাহিদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা এ ঘটনাকে যড়যন্ত্র উল্লেখ করে বলেন, মাসুদ কোনো কালেই জঙ্গিবাদে বিশ্বাসী ছিলেন না।  সোহেল রানা মাসুদ বলেন, ‘আমার বাবা ময়দানহাট্টা ইউনিয়নে কয়েকদফা চেয়ারম্যান ছিলেন। সমপ্রতি তিনি মারা যান। এ জন্য গত ইউপি নির্বাচনে ময়দানহাট্টা থেকে আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু টাকার বিনিময়ে সভাপতি তার পছন্দের লোককে মনোনয়ন দেন। এর পর থেকে তার সঙ্গে আমার মনোমালিন্য হয়। এখন তিনি আমাকে জঙ্গি সাজাতে উঠে পড়ে লেগেছেন।’ শিবগঞ্জ যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তার ও সম্পাদক খ ম শামীম জানান, মাসুদ ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা হাতেম আলী ছিলেন শিবগঞ্জ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। ষড়যন্ত্রমূলকভাবে তাকে জঙ্গি বানানোর চেষ্টা চলছে। শিবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, ‘সোহেল রানা পারিবারিকভাবেই আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার সঙ্গে জঙ্গি তত্পরতার কোনো সম্পৃক্তা নেই।’

সর্বশেষ খবর