বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
শেরপুরে গৃহকর্মীর মৃত্যু

ময়নাতদন্তে ধর্ষণের আলামত

শেরপুর প্রতিনিধি

শেরপুর পৌর শহরের দুর্গা নারায়ণপুর মহল্লার একটি বাসায় রূপা আক্তার নামের ১৫ বছর বয়সের এক গৃহকর্মীর  মৃত্যুর ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে। ওই গৃহকর্মীর মা খোরশেদা বেগম বাদী হয়ে গৃহকর্ত্রী সালমা জাহান সাথীসহ আরও অজ্ঞাতনামা দুজনকে আসামি করে মামলাটি করেন। পুলিশ গ্রেফতারকৃত আসামি গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে গতকাল শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত রিমান্ড বিষয়ে আজ শুনানির দিন ধার্য করে আসামি গৃহকর্ত্রীকে জেলা কারাগারে পাঠান। এদিকে গতকাল বিকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোবারক হোসেন ময়না তদন্তের রিপোর্ট জেলার সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্তে ওই  গৃহকর্মীর মৃত্যু ফাঁসিতে আত্মহত্যাজনিত তবে আত্মহত্যার আগে ওই গৃহকর্মীকে ধর্ষণ করা হয়েছে মর্মে আলামত পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার জানান— বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, শেরপুর পৌর শহরের দুর্গা নারায়ণপুর মহল্লার একটি বাসায়  রূপা আক্তারের মৃত্যু হলে মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গৃহকর্ত্রী সালমা জাহান সাথীকে আটক করে। এ সময় সময় ওই বাসা থেকে ব্যবহ্নত ও অব্যবহৃত কনডম পাওয়া গেছে বলে জানান সদর থানার ওসি  নজরুল ইসলাম। গৃহকর্ত্রী সাথীর দাবি— গৃহকর্মী রূপা বসতঘরের ধর্ণার সঙ্গে ফাঁসিতে ঝুলে  আত্মহত্যা করেছে।

সর্বশেষ খবর