শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
বিএনপির নতুন কমিটি

গোপালগঞ্জ-বাগেরহাটে ক্ষোভ-হতাশা

প্রতিদিন ডেস্ক

বিএনপির নতুন কমিটি নিয়ে গোপালগঞ্জ-বাগেরহাটে নেতা-বর্মীদের মধ্যে ক্ষোভ-হতাশা বিরাজ করছে বলে জানা গেছে। আমাদের প্রতিনিধিরা জানান—  সদ্য ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করায় জেলা বিএনপিতে হতাশা দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যারা গোপালগঞ্জে স্থায়ীভাবে থাকেন না, যারা ঢাকা অফিস বা গুলশান অফিসকেন্দ্রিক রাজনীতি করছেন কেন্দ্র তাদের মূল্যায়ন করছেন। বৃহস্পতিবার মুঠোফোনে জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন,  গোপালগঞ্জ প্রপার থেকে কাউকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়নি। প্রতিষ্ঠার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যারা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদের মধ্য থেকে কাউকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হলে তৃণমূলে উৎসাহের সৃষ্টি হতো।  বাগেরহাট : জেলার মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল বলেন, অনেক দিন রাজনীতি করেছি। এখন দর্শকের ভূমিকায় থাকতে চাই। মোরেলগঞ্জ শরণখোলা আসন সংগ্রাম কমিটির সদস্যসচিব কাজী খায়রুজ্জান শিপন বলেন, দলের সাংগঠনিক ভীত ক্রমশ ঝুঁকির মধ্যে পড়ছে। নেতাকর্মীদের মূল্যায়ন না করলে তৃণমূলে বিএনপির অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। জেলা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, জেলায় বিএনপির রাজনীতিতে সংকট বেড়েছে। অনেকে দল ছাড়ার কথা জানিয়েছেন।

সর্বশেষ খবর