শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জেলা জজসহ ৪০ আইনজীবীকে হত্যার হুমকি দিয়ে চিঠি

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে আবারও জেলা জজসহ ৪০ আইনজীবীকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জেএমবি। এ ছাড়া জেলার গুরুত্বপূর্ণ ১৮টি স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে উড়ো চিঠিতে উল্লেখ রয়েছে। এ উড়ো চিঠি এসেছে শহরের আরাফাতনগরের নুরনবী নামে এক ব্যক্তির ঠিকানা থেকে। চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাপড়ও পাওয়া গেছে। এ ঘটনায় জেলা জজ মো. আবদুর রহিম গতকাল জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন; যার নম্বর ৫৪০। ১৪ জুলাই অনুরূপ একটি চিঠিতে ২০ জুলাইয়ের মধ্যে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিচারকদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সে সময়ও থানায় জিডি করা হয়েছিল। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘আদালতে যেদিন পীরের আস্তানায় পাঁচ খুনের আলোচিত মামলায় সাক্ষ্য গ্রহণ চলছিল, ঠিক সেই দিন এ ধরনের উড়ো চিঠির হুমকিতে সবার মনে কিছুটা শঙ্কা তো কাজ করছেই। জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চিঠির উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর