শিরোনাম
শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রাঙামাটিতে শান্তিপূর্ণ হরতাল পালিত

রাঙামাটি প্রতিনিধি

পাঁচটি বাঙালি সংগঠনের ডাকে গতকাল দ্বিতীয় দিনের মতো রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংক্রান্ত অধ্যাদেশের বিরুদ্ধে এ হরতাল ডাকা হয়। হরতালের সময় শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেট এলাকার সব দোকানপাট বন্ধ ছিল। জেলার বাইরে ও অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করেনি। ছয়টি নৌরুটেও কোনো নৌযান চলাচল করেনি। রাঙামাটির ১০টি উপজেলায়ও হরতাল পালিত হয়েছে। উল্লেখ্য, গত ১ আগস্ট ঢাকায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর ৮ আগস্ট এ আইন সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। এ আইন বাতিলের দাবিতে পার্বত্য চট্টগ্রামের পাঁচটি বাঙালি সংগঠন পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল। অসহযোগ কর্মসূচি : পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে পার্বত্য সমঅধিকার আন্দোলন। সংগঠনের মহাসচিব মনিরুজ্জামান মনির গতকাল গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে পার্বত্য সমঅধিকার ছাত্র আন্দোলন, সমঅধিকার যুব আন্দোলন, সমঅধিকার শ্রমিক আন্দোলন ও সমঅধিকার নারী আন্দোলনের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর