শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ফরিদপুরে সাংবাদিকদের আল্টিমেটাম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বন্যার্তদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাসের রোষানলে পড়েছেন সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে প্রেসক্লাবে এক জরুরি সভা থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। আল্টিমেটাম অনুযায়ী সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাস তার ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা না চাইলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। জানা গেছে, বাংলাদেশ বেতারের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম মনি জেলার সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাসের কাছে কিছু তথ্য জানতে তার অফিসে যান। এ সময় সিভিল সার্জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে জোরপূর্বক রুম থেকে বের করে দেবার হুমকি দেন। ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতার নাম করে সাংবাদিক শফিকুল ইসলাম মনিকে উদ্দেশ্য করে বলেন, যা পারেন করেন। আমার কিছুই করতে পারবেন না। আমার খুঁটির জোর আছে। নইলে ফরিদপুরে থাকতে পারতাম না। এদিকে, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ফরিদপুর প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে এক জরুরি সভায় প্রেসক্লাবের সব সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের আলোচনা শেষে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে ডা. অরুন কান্তি বিশ্বাস সাংবাদিকদের কাছে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া প্রেসক্লাবের উপদেষ্টা জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়। খোঁজ নিয়ে জানাগেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি কেন্দ ীয় এক নেতার নাম ভাঙিয়ে নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ হয়। অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের গালমন্দসহ খারাপ আচরণ করেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বেশকিছু অভিযোগ জমা পড়েছে বলে জানাগেছে। জেলার ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে মাসোয়ারা নিয়ে অনুমতি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সর্বশেষ খবর