শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র হস্তক্ষেপে গতকাল আঁখি আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়ে যায়। আখাউড়া পৌরশহরের দেবগ্রামের জাহের মিয়ার মেয়ে আঁখির সঙ্গে হীরাপুর গ্রামের রিফুজি কলোনির জিল্লু মিয়ার শিশু ছেলে হিজবুল্লাহর (১২) বিয়ে হওয়ার কথা ছিল।

এদিকে, বৃহস্পতিবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কনের ভাই রুহুল আমিন, চাচা জামাল উদ্দিন ও ৎগ্নিপতি ইদ্রিস আলীকে জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। রামপুর মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ইয়াছমিনের সঙ্গে একই উপজেলার সাহেদল ইউনিয়নের ডাহুরা গ্রামের সৃজন মিয়ার (২৭) গতকাল বিয়ে হওয়ার কথা ছিল।

সর্বশেষ খবর