শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

কিশোর-কিশোরীদের আত্মরক্ষামূলক কৌশল ও কসরত রপ্তসহ এসএ গেমসে সোনা জেতার স্বপ্ন নিয়ে সিরাজগঞ্জে তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ কিশোর-কিশোরীদের তায়কোয়ানডো খেলোয়াড় নিয়ে ১৫ দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। সন্ধ্যায় প্রশিক্ষণ শেষে শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সনদপত্র বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মিরাজ উদ্দিন আহমেদ। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সমন্বয়ে এবং জেলা ক্রীড়া সংস্থা সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছিল। সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজী সফিকুল ইসলাম সফি, মাহমুদুল ইসলাম রানা, মির্জা ফারুক আহমেদ, আবদুল ওয়াহাব, মাসুদ রানা, সঞ্জয় সাহা ও  কোচ বাবুল হোসেন প্রমুখ। স্থানীয় কোচ বাবুল হোসেন জানান, ৬০ জন প্রশিক্ষাণার্থীকে তায়কোয়ানডো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখান থেকে বাছাইকৃতরা ঢাকায় জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ করবে।

সর্বশেষ খবর