রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পরীক্ষার সময় পুনর্বহাল দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্নাতক অনার্স বর্ষের পরীক্ষার সময় ৪ ঘন্টা পুনবহাল করার দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে সরকারী বিএম কলেজে বিড়্গোভ মিছিল পরবর্তী সংড়্গিপ্ত সমাবেশে আজ কলেজের ক্লাশ বর্জন এবং আগামী ১৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচী ঘোষনা করা হয়।  বিএম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র তাওহীদুল ইসলাম তানভীর জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় ছিল ৪ ঘন্টা। কিন্ত্ম বর্তমানে সময় কমিয়ে সাড়ে ৩ ঘন্টা করা হয়েছে। এর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল এবং পরবর্তী কর্মসূচী ঘোষনা করেছেন।

রাজবাড়ীতে সমাবেশ : রাজবাড়ী প্রতিনিধি জানান, স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষার সময় চার ঘণ্টা পুনর্বহালের দাবিতে গতকাল সকালে রাজবাড়ী সরকারি কলেজে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা সাধারণ শিক্ষার্থীর’ ব্যানারে সকাল সাড়ে ১০টায় সরকারি কলেজ ক্যাম্পাস চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে সাগর রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন— আব্দুল হালিম, গৌতম রায়, হাফিজা খাতুন, পলি খাতুন, বায়োজিদ বোস্তামী, রিয়া খাতুন ও কাকলী মজুমদার। বক্তারা বলেন, সাড়ে তিন ঘণ্টা সময়ের মধ্যে অনার্সের কোনো বিষয়ের পরীক্ষাই সম্পন্ন করা সম্ভব নয়। এই সময় বহাল থাকলে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হবে। মানববন্ধন শেষে মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

সর্বশেষ খবর