রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বীরগঞ্জে ভ্যান চালক সাভারে গৃহবধূ খুন

তিন জেলায় আরও চার লাশ

প্রতিদিন ডেস্ক

দিনাজপুরের বীরগঞ্জে ভ্যানচালক ও ঢাকার সভারে এক গৃহবধূ খুন হয়েছেন। এছাড়া রাজবাড়ী, গাজীপুর ও চুয়াডাঙ্গায় উদ্ধার করা হয়েছে চারজনের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর— দিনাজপুর : বীরগঞ্জে শরিফুল ইসলাম নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীরা তাকে হত্যা করে ব্যাটারিচালিত রিকশাভ্যানটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত শরিফুল বীরগঞ্জ উপজেলার কালাপুকুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। সাভার : ঢাকার আশুলিয়ায় রুপালী বেগম নামে এক গৃহবধূ খুন হয়েছেন। টঙ্গাবাড়ি এলাকার মাঝিপাড়ায় আব্দুল গাফফারের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। গতকাল দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাজবাড়ী : সদর উপজেলার চন্দনী এলাকায় পুকুর থেকে এক যুবক এবং বালিয়াকান্দি উপজেলার জঙ্গলে ঝুলন্ত অবস্থায় এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চন্দনী ইউনিয়নের দক্ষিণপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় নিয়ামুল হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন নিয়ামুল। অপরদিকে বালিয়াকান্দির পুষআমলা গ্রামে শুক্রবার সন্ধ্যায় পাওয়া যায় কলেজছাত্র সুদিপ্ত মণ্ডলের ঝুলন্ত লাশ। তিনি ওই গ্রামের দিপক মণ্ডলের ছেলে ও মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর কলেজের ছাত্র ছিলেন। গাজীপুর : জেলায় তালাবদ্ধ কক্ষ থেকে নিখোঁজ এক নারীর লাশ শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে। তার নাম জেসমিন আক্তার (৫৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ভোরা মধ্যপাড়ার আহমদ হোসেন ভূইয়ার স্ত্রী। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে জেসমিনের বিবাহিত মেয়েরা মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করে কোনো সাড়া পাননি। পরদিন দিনভর তারা যোগাযোগের চেষ্টা চালান। পরে বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা খোঁজাখুজি শুরু করেন। শুক্রবার গভীর রাতে নিজ বাড়ির তালাবদ্ধ একটি কক্ষের জানালা দিয়ে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। চুয়াডাঙ্গা : সদর উপজেলার খেজুরা গ্রামের খ্রিস্টান পল্লীতে নূপুর সরকার নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নূপুর খেজুরা গ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বী বিমল সরকারের মেয়ে।

সর্বশেষ খবর