মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আলোকিত দেশ গড়ার প্রত্যয়

সারা দেশে জাতীয় শোক দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

আলোকিত দেশ গড়ার প্রত্যয়

আলোকিত দেশ গড়াই হবে জাতির জনকের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন। এ প্রত্যয়ের মধ্য দিয়ে সারাদেশে গতকাল পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে নানা কর্মসূচি। এর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোকর‌্যালি, আলোচনা সভা, কোরআনখানি, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কাঙালি ভোজ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

বগুড়া : সকালে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে শহরে পৃথক শোকর‌্যালি বের করে। পরে জিলা স্কুলমাঠে আলোচনা সভা আয়োজন করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে মুক্তিযোদ্ধা সংসদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

যশোর : সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে শ্রদ্ধা জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার, জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে শোকর‌্যালি বের হয়। কুমিল্লা : শোকর‌্যালি শেষে পৌরপার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও স্থানীয় জেলা-পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, জেলা পরিষদ প্রশাসক ওমর ফারুক, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। পরে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য রাখেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি, তাজুল ইসলাম এমপি প্রমুখ। এ ছাড়া লাকসাম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম এমপি।

জামালপুর : জেলা প্রশাসনের উদ্যোগে শোক মিছিল শেষে পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজাউল করিম হীরা এমপি, পুলিশ সুপার নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ। এ ছাড়া শহরে দুই শতাধিক পয়েন্টে দোয়া ও খাবার বিতরণ করা হয়। গাইবান্ধা : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শোকর‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুস সামাদ। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বক্তব্য দেন— আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, আবু বকর সিদ্দিক প্রমুখ। কুুষ্টিয়া : বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন। পরে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। এরপর জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ পৃথক শোকর‌্যালি বের করে। বিকালে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। টাঙ্গাইল : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করার মধ্যদিয়ে দিবসের কর্মসূচি সূচনা করেন। বাগেরহাট : জেলা শহরে বের হওয়া শোক র‌্যালিতে ডা. মোজাম্মেল হোসেন এমপি, অ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি হ্যাপি বড়াল, জেলা পরিষদ প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু প্রমুখ অংশ নেন। ঝিনাইদহ : জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হওয়া র‌্যালিতে অংশ নেন আবদুল হাই এমপি, সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ। জয়পুরহাট : জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক আবদুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতারা। কিশোরগঞ্জ : মুক্তিযোদ্ধা সংসদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শোক র‌্যালি ও জেলা শিল্পকলা একাডেমি হলে আলোচনা সভা, গান, ছড়া-কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন দিলারা বেগম আসমা এমপি। বক্তব্য রাখেন অ্যাড. জিল্লুর রহমান, আনোয়ার হোসেন খান, অ্যাড. কামরুল আহসান শাহজাহান।

কুড়িগ্রাম : দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, গণভোজ ও আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— মো. জাফর আলী, আক্তারুজ্জামান, আমান উদ্দিন মঞ্জু। আলোচনা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালিতে অংশ নেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অন্যদিকে কুড়িগ্রাম পৌর মেয়র আ. জলিলের সভাপতিত্বে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর : জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় অংশ নেন, স্থানীয় এমপি একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা স্তরের মানুষ। সভার শুরুতে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। মানিকগঞ্জ : সকালে স্থানীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এক এক করে পুষ্পমাল্য প্রদান করে। পরে শহরে বের হয় শোক র‌্যালি। নেত্রকোনা : মোক্তার পাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সব স্তরের মানুষ। এ ছাড়াও নেত্রকোনা পাবলিক হলে আলোচনা সভা ও বিভিন্ন মসজিদ-মন্দিরে মিলাদ মাহফিলসহ বিশেষ মোনাজাত করা হয়। খাগড়াছড়ি : সকালে র‌্যালি বের করে জেলা প্রশাসন। এতে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী যতিন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামন প্রমুখ অংশ নেয়। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের সমর্থিতরা র‌্যালি শেষে টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। রাজবাড়ী : জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে এতে কাজী কেরামত আলী এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী প্রমুখ বক্তব্য রাখেন। সাতক্ষীরা : জেলা প্রশাসকের কার্যালয় হতে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ আবদুল রাজ্জাক পার্কে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। পরে শিল্পকলা একাডেমিতে চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন, কবিতা পাঠ, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সংসদ সদস্য বীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ প্রমুখ। এ ছাড়া জেলা আওয়ামী লীগ শহরের ৬০ পয়েন্টে গণভোজ ও কোরআনখানির আয়োজন করে। চাঁদপুর : জাতির জনকের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ শেষে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ। পঞ্চগড় : সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সংসদ সদস্য নাজমুল হক প্রধান ও মো. নুরুল ইসলাম সুজন। পটুয়াখালী : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। পরে শোকর‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মেহেরপুর : জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেষ হয়। র‌্যালিতে ফরহাদ হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের একাংশ শোক দিবসের জেলা প্রশাসকের অনুষ্ঠান বয়কট করে। শেরপুর : কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। বিকালে শিল্পকলা একাডেমিতে আলোচনা শেষে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে ঝিনাইগাতী উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাদের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শোক দিবসের সভা পণ্ড হয়ে যায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী না থাকলেও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ : পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে ও মেডিসিন ক্লাবের সহযোগিতায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি আক্কাস আলী ভূঁইয়া। এ ছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে গাড়িবহর বের হয়ে নগরীর ২১টি ওয়ার্ডে গণভোজে অংশ নেন নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. জহিরুল হক খোকা ও পৌর মেয়র ইকরামুল টিটু। চাঁপাইনবাবগঞ্জ : রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কানসাট শেখ রাসেল মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন এমপি মোহা. গোলাম রাব্বানী। সকালে একই স্থানে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন, মোহা. গোলাম রাব্বানী, অ্যাড. আতাউর রহমান, কারিবুল হক রাজিন। এ ছাড়া আওয়ামী লীগ, বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সদর আসনের এমপি আবদুল ওদুদ, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর শোক র‌্যালি শেষে শিল্পকলা একাডেমিতে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভায় মিলিত হয়। এ ছাড়া ছিল কোরআনখানি, কাঙালি ভোজ, দোয়া মাহফিল।  মৌলভীবাজার : স্থানীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তপক অর্পণ করেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে এম সাইফুর রহমান অডিটরিয়ামে হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামী লীগের সম্পাদক নেছার আহমদ প্রমুখ। দিনের অন্য কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, গরিব অসহায়দের মধ্যে শিন্নি বিতরণ, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নাটোর : সকালে জেলা আওয়ামী লীগের কান্দিভিটুয়া অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে কোরআন তেলাওয়াত, ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাঙামাটি : সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, সংরক্ষিত আসনের এমপি ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক সামসুল আরেফিন প্রমুখ। পরে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে যোগ দেন অতিথিরা। দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এতিমখানা, মসজিদ, মন্দির, কেয়াং, হাসপাতাল, জেলখানায় বিশেষ প্রার্থনা করা হয়। পার্বত্য বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়া : টেংকেরপাড় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ ছাড়া জেলা-উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কাঙালি ভোজ ও বিশেষ দোয়ার আয়োজন করে। পৌর এলাকার আইডিয়েল হাই একাডেমিতে গতকাল ‘বঙ্গবন্ধু কর্নার’-এর উদ্বোধন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। এখানে বঙ্গবন্ধু, স্বাধীনতা সম্পর্কিত বিভিন্ন বই ও ছবি থাকবে। সুনামগঞ্জ : হোসেন বখত চত্বরে আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান ও সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের নেতৃত্বে শহরে শোকর‌্যালি বের হয়। দুপুরে যুবলীগ পৃথক র‌্যালি ও শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা করে। এতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ুব বখত জগলুল প্রমুখ বক্তৃতা করেন। সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে শোক দিবসের অপর এক আলোচনা সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সংরক্ষিত আসনের এমপি শামসুন্নাহর বেগম শাহানা, পুলিশ সুপার হারুনুর রশিদ। ফরিদপুর : জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোকর‌্যালি বের হয়ে স্থানীয় অম্বিকা ময়দানে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। থানা রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। বিকালে কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া ছিল শোকসভা, রক্তদান কর্মসূচি, কাঙালি ভোজ, মিলাদ মাহফল। মুন্সীগঞ্জ : জজ আদালত অডিটোরিয়ামে শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় জেলার সব বিচারক মণ্ডলী, পিপি, জিপি, জেলা বারের সভাপতি, সম্পাদক উপস্থিত ছিলেন। মিরকাদিম পৌরসভায় শোকর‌্যালি আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এতে জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ প্রশাসক মো. মহিউদ্দিন, পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ দিকে দিবসের শুরুতে কালেক্টর প্রাঙ্গণ থেকে আলাদা র‌্যালি বের হয়। এতে জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন, সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আনিছুজ্জামান আনিছ প্রমুখ অংশ নেয়। সিরাজগঞ্জ : দলীয় কার্যালয় ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে জেলা আওয়ামী লীগ। পরে সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী জেলা পরিষদ প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস, ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি ও সেলিনা বেগম স্বপ্না এমপির নেতৃত্বে বের হয় র‌্যালি। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ ও বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বের করা হয় পৃথক র‌্যালি। নরসিংদী : দুপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পাঠ করেন। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। এ ছাড়া জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ : চাষাঢ়া রাইফেল ক্লাবে জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। অংশ নেন ড. মঈনুল হক, মুক্তিযোদ্ধা আবদুল হাই, ডা. আশুতোষ দাস, অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, প্রফেসর ড. শিরীন বেগম প্রমুখ। এর আগে চাষাঢ়া বিজয় স্তম্ভে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সিদ্ধিরগঞ্জ : এদিকে সিদ্ধিরগঞ্জের নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন, উপ বিভাগীয় প্রকৌশলী জাকির আলম, আব্দুল মতিন মাস্টার, মজিবুর রহমান, ইয়াছিন মিয়া, মতিউর রহমান মতি, সুমন কাজী, মহসিন ভূইয়া, তোফায়েল হোসেন. হাজী ওমর ফারুক ও অধ্যক্ষ হারুণ-অর-রশিদ। রূপগঞ্জ : উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভূইয়া। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, আরাফত আলী, ভিপি মনির, আব্দুল করিম পাঠান, আনোয়ার হোসেন মোল্লা, আব্দুল কাইয়ুম, মোজাম্মেল সরকার প্রমুখ। গাজীপুর : জেলা প্রশাসক এসএম আলমের নেতৃত্বে জেলা শহরে র‌্যালি বের হয়। মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি। অ্যাড. আজমত উল্লাহ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাহিদ আহসান রাসেল এমপি। গাজীপুর জজশীপ ও জেলা আইনজীবী সমিতি পবিত্র কোরআন খতম, আলোচনা ও দোয়া মাহফিল করেছে। জেলা ও দায়রা জজ একেএম এনামুল হকের সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর, জিপি আমজাদ হোসেন বাবুল, পিপি হারিজ উদ্দিন আহমেদ, অ্যাড. মো. ওয়াজউদ্দিন মিয়া প্রমুখ। এছাড়া বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনের ওপর চিত্রপ্রদর্শনীসহ জেলার সবকটি উপজেলা ও পৌরসভা এলাকায় দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। টঙ্গী : পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া। বক্তব্য রাখেন আবুজাফর আহম্মেদ, অধ্যক্ষ ওয়াদুদুর রহমান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, শিক্ষক শহিদুল ইসলাম, আলাউদ্দিন প্রমুখ।

কালিয়াকৈর : উপজেলার সফিপুর মৌচাক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাছিম কবীর। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদারসহ নেতৃবৃন্দ। ধামরাই : ঢাকার ধামরাই পৌর চত্বরে পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় এমপি এমএ মালেক, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ, অ্যাড. আবুল কাসেম রতন, অ্যাড. মোহাম্মদ আলী, সমাজসেবক শফিক আনোয়ার গুলশান, সজাগের পরিচালক আব্দুল মতিন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর