বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

স্কুলে মুঠোফোন আনতে নিষেধ করায় ৭ শিক্ষককে পিটুনি

গোপালগঞ্জ প্রতিনিধি

স্কুলে মুঠোফোন আনতে নিষেধ করায় প্রধান শিক্ষকসহ সাত শিক্ষককে পিটিয়ে আহত করেছে বখাটে ছাত্র ও তার অভিভাবকরা। গতকাল সকালে সদর উপজেলার উলপুর পূর্ণচরণ উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের ওপর এ হামলা চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে। স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস জানান, ওই স্কুলের নিয়ম ভঙ্গ করে ৯ম শ্রেণির ছাত্র জামিল মিনা গত ১৪ আগস্ট মোবাইল ফোন নিয়ে স্কুলে আসে। বিষয়টি প্রধান শিক্ষকের নজরে এলে তিনি মোবাইল ফোনটি রেখে দিলে ওই ছাত্র প্রধান শিক্ষককে ঘুষি মারে। এ ঘটনায় ওইদিন অন্য ছাত্ররা জামিলকে মারপিট করে তাড়িয়ে দেয়। এ ঘটনার জের ধরে প্রধান শিক্ষকের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায় অন্য শিক্ষকরা প্রধান শিক্ষককে উলপুর বাস স্ট্যান্ডে এগিয়ে আনতে যান। শিক্ষকরা প্রধান শিক্ষককে নিয়ে স্কুলে আসার পথিমধ্যে গতকাল সকাল সাড়ে ৯টায় উলপুর ব্রিজের কাছে ওই শিক্ষার্থী, তার সাঙ্গোপাঙ্গ ও তার অভিভাবকরা প্রধান শিক্ষককের ওপর হামলা চালায়। প্রধান শিক্ষককে বাঁচাতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। আহত প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাসকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত শিক্ষক শামিম সরদার, বনানী রায়, আয়ুব মোল্যা, অর্জুন সরকার, স্বপন বিশ্বাস ও শমশের মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মুসা মিনা (২০) ও আবুল খায়ের মিনা (২০) নামে দুজনকে আটক করা হয়েছে। এরা উলপুর এমএইচ খান কলেজের ছাত্র।

সর্বশেষ খবর