বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বন্যহাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে নিলুপা ইয়াসমিন ৩০ নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার ভাসান্যাদম পূর্ব চাইল্যাতলী গ্রামে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিলুপা ওই গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। স্থানীয় ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হজরত আলী জানান, সোমবার রাতে বন্যহাতির পাল ভাসান্যাদম পূর্ব চাইল্যাতলী গ্রামে হানা দিয়ে নিলুপা ইয়াসমিনের বাড়িতে আক্রমণ চালায়। এ সময় হাতি থেকে দুই সন্তানকে রক্ষা করতে পাড়লেও নিজের জীবন দিতে হয় ইয়াসমিনকে। হাতির পাল চলে গেলে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। লংগদু থানার কর্মকর্তা মোমিনুল হক জানান, খাবারের খোঁজে প্রায়ই বন্যহাতির পাল পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। এ সময় হাতির সামনে যা পড়ে তাই ভাঙচুর করে। প্রসঙ্গত, লংগদুর ভাসান্যাদম পূর্ব চাইল্যাতলী ও বগাচত্বর গ্রামে এক সপ্তাহ ধরে বন্যহাতির পাল তাণ্ডব চালাছে। এ ঘটনায় ঘরহারা হয়েছেন আবুল, বাসার আলীসহ বেশ কয়েকজন।

সর্বশেষ খবর