বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সৈনিকলীগ নেতা হত্যা মামলার বিচার শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা মোখলেছুর রহমান হত্যা মামলায় অভিযুক্ত ১০ সন্ত্রাসীর বিচার কার্য শুরু হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জের ২ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহারের আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আগামী ২৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সৈনিকলীগ নেতা মোখলেছ হত্যা মামলায় অভিযুক্তরা হলো— বড় মিজান, গাফফার, জামান, জসিম, মন্টু মিয়া, তুহিন, জুয়েল প্রধান, হাসেম, দেলোয়ার ও অগা মাসুদ। তাদের বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ আনা হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ জানুয়ারি ফতুল্লার মাসদাইরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা মোখলেছুর রহমানকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। মোখলেছুর রহমান মাসদাইর এলাকার মনসুর মহাজনের ছেলে ও এনায়েতনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ছিলেন।

সর্বশেষ খবর