বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিশেষ অভিযানে চার জেলায় গ্রেফতার ১০৯

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, গাইবান্ধা ও নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে ১০৯ জন গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে শিবিরের চার নেতা-কর্মী ও এক জামায়াত নেতা রয়েছেন। বাকিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম : নগরীতে অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, জালনোট ও ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতভর নগরজুড়ে চলে এ অভিযান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে গতকাল বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। রাজশাহী : মহানগরীতে শিবিরের এক কর্মী এবং এক নেত্রীসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত নগরীর চার থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও ডিবি তাদের গ্রেফতার করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। আটক শিবির নেত্রীর নাম রায়হাতুননেশা ওরফে নিপা। তিনি ইসলামী ছাত্রী সংস্থার রাজশাহীর চারঘাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে। তার কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও শিবিরের বিভিন্ন বই জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের। বাকিদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, চারজন মাদক বিক্রেতা এবং ছয়জন মাদকসেবী ও অন্য মামলার আসামি। বগুড়া : শেরপুর উপজেলা থেকে নানা অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, তৌহিদুল, শিপন, আফসার, মজিদ, বারিক, আবু সালেহ, রতন, রুবেল, সোনা মিয়া, জব্বার, চান মিয়া, কফিল, মাজেদুল, দেলোয়ার ও শাহ আলী। শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক বিক্রি, সেবন ও জুয়া খেলার অভিযোগ রয়েছে। নীলফামারী : ডিমলায় গতকাল রাতে জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শরিফুল ইসলাম উপজেলা শিবিরের অর্থ বিষয়ক সম্পাদক। জামায়াত নেতার নাম জিয়াউল হক। তার বাড়ি কুমারপাড়া গ্রামে। তিনি বাচ্চা মামুদের ছেলে। পুলিশ জানায়, শরিফুল শিবিরের নেতা ও জিয়াউল জামায়াতের সক্রিয় সদস্য। গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুদ্ধাপরাধ মামলায় পাঁচগাছি দাখিল মাদ্রাসার সহকারি সুপার আব্দুল লতিফকে (৬০) গ্রেফতার করছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর চর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর