বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রো সংঘর্ষে আহলে সুন্নাতের সভাপতি নিহত

পাঁচ জেলায় আরও ছয় প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মৃত্যু হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সদরুল আমীন রিজভীর। এছাড়া ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, রংপুর ও নোয়াখালীতে সড়কে প্রাণ গেছে আরো ছয়জনের। প্রতিনিধিদের পাঠানো খবর— কিশোরগঞ্জ : নেত্রকোনার ঠাকুরাকোনা সতেরশ্রী রিজভী দরবার শরিফের পীর আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা সদরুল আমীন রিজভীর নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে মাইক্রোবাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহফিলে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ সদরের নতুন জেলখানা মোড়ে একটি ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সদরুল আমীন রিজভী নিহত হন। আহত হন মাইক্রোচালকসহ পীরের সাত সহযাত্রী। তারা হলেন— ডাক্তার গোলাম মোস্তফা, রাকিবুল ইসলাম, রবিউল, আবু বকর, বোরহানউদ্দিন, বিল্লাল ও মাইক্রোচালক কামাল উদ্দিন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রিজভীয়া দরবার শরিফে জানাজা শেষে বাবার মাজারের পাশে রিজভীকে সমাহিত করা হয়। ফেনী : দাগনভূঞায় বাসচাপায় নজরুল ইসলাম জুয়েল ও এবায়দুল্লাহ নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উপজেলার দুদমুখা বাজার সংলগ্ন এলাকায় গতকাল সন্ধ্যায় এ দুঘটনা ঘটে। নিহতরা দাগনভূঞা উপজেলার পশ্চিম জয়নারায়পুর গ্রামের বাসিন্দা। রংপুর : পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় বাসের ধাক্কায় ইশা রহমান নামে এক ভটভটিচালক নিহত হয়েছেন। গতকাল ঢাকা থেকে আসা শঠিবাড়ি এক্সপ্রেস নামের বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঈশা পীরগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের রাজা মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগরে উপজেলার ইসলামপুরে মঙ্গলবার রাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং অন্যটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকসহ চারজন গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান ট্রাকচালক আব্দুল আউয়াল। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। দিনাজপুর : বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় আজিজুল হক নামে এক শিশু নিহত হয়েছে। উপজেলার কবিরাজহাট নামক স্থানে গতকাল এ দুর্ঘটনাটি ঘটে। আজিজুল বীরগঞ্জে ভাবকি গ্রামের জিয়ারুল হকের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। নোয়াখালী : কোম্পানীগঞ্জে দাগনভূঞা বসুরহাটে বাসের ধাক্কায় জুয়েল নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক আরোহী এবাদ হোসেন। হতাহতদের বাড়ি ফেনীর দাগনভূঞায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর