বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

‘বঙ্গবন্ধুর অসাধারণতা হাইব্রিড নেতারা বুঝবেন না’

—কৃষিবিদ বদিউজ্জামান বাদশা

শেরপুর ও নালিতাবাড়ী প্রতিনিধি

আমাদের গর্ব করার মতো জাতির কাছে বঙ্গবন্ধুর চেয়ে বড় কিছু নেই। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্থপতিই নন, দেশ পুনর্গঠন এবং পরিচালনায় অসাধারণ দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়  বুধবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক লীগের  সহসভাপতি কৃষিবিদ বদিউজ্জামান বাদশা এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৪১ বছর পরও বঙ্গবন্ধুর ভাবনার বাইরে আমরা ভালো কোনো নতুন জিনিস বের করতে পারিনি। তাই সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোক্তারুজ্জামানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা, আবদুস সালাম, রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসাইন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাফিজুর রহমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল, মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, সাবেক ভিপি তৌহিদুল ইসলাম খোকন, জিএস আসাদুজ্জামান সোহেল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,  মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর