বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভূমিহীনদের মাঝে খাস জমির দলিল হস্তান্তর

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার ভূমিহীন পরিবারের মধ্যে খাস জমির দলিল হস্তান্তরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা হেলভেটাস সুইচ ইন্টারকো-অপারেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ডিন ড. এজেডএম মঞ্জুর রশিদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হেলভেটাস সুইচ ইন্টারকো অপারেশনের কান্ট্রি ডিরেক্টর কাসপার গ্রোসেনব্যচার, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক লুত্ফুর রহমান, সিভিল সার্জন ডা. আবদুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. জাহেদুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, উন্নয়ন কর্মী আনোয়ার হোসেন চৌধুরী, ড. শফিকুল আখতার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন কর্মী জাহিদ হাসান। উল্লেখ্য, হেলভেটাস সুইচ ইন্টারকো-অপারেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার তিন উপজেলায় এ পর্যন্ত ৯০৪টি অসহায় ভূমিহীন পরিবারের মধ্যে পর্যায়ক্রমে খাস জমির দলিল হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর