শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

চার বন্ধুর মৃত্যুতে নরসিংদীতে মাতম

নরসিংদী প্রতিনিধি

চার বন্ধুর মৃত্যুতে নরসিংদীতে মাতম

অভি, পাভেল (উপরে), লিমন ও তুষার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহতরা চার বন্ধু। বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলায়। বুধবার তাদের মৃত্যুর খবর শোনার পর থেকে বাড়িতে চলছে শোকের মাতম। লাশ বাড়িতে নেওয়া হলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শুধু নিহতদের পরিবার নয়, একসঙ্গে চার তরুণের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ আড়াইহাজারে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারা যান চার তরুণ। নিহতরা হলেন— নরসিংদী চেম্বারের সহসভাপতি মাধবদী ভগিরথপুরের আবদুল মোমেনের ছেলে আশিকুর রহমান পাভেল, তাঁর মামাতো ভাই একই এলাকার আবদুর রশিদের ছেলে আফ্রান আহমেদ লিমন, ফুফাতো ভাই মাসুম চৌধুরীর ছেলে তাসকিন আহমেদ অভি ও তাঁদের বন্ধু মাধবদীর বিরামপুরের আবদুল বাতেনের ছেলে শরিফুল ইসলাম তুষার। পাভেল ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর, লিমন বিজেএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের, অভি ফেনী পলিটেকনিক্যালের ও তুষার অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্র ছিলেন। নরসিংদী চেম্বারে সহসভাপতি আবদুল মোমেনে এক ছেলে ও চার মেয়ে। একমাত্র ছেলে পাভেলকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। পাশেই লিমন ও অভির বাড়ি। সেই বাড়ি থেকেও ভেসে আসছিল স্বজনদের আহাজারি। অভির মা বলেন, ‘আমার বাবা কেমনে গেলোগা, আমার কাছ থেকে কেমন শেষ বিদায় নিয়ে গেলো আমি কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে বাবাকে বাড়ি থেকে বের হতে দিতাম না। এখন আমি কাকে অভি ডাকবো।’

সর্বশেষ খবর