শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নড়াইলে প্রণবপত্নী শুভ্রা মুখার্জির মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের মেয়ে ভারতের রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুভ্রার মামাবাড়ি সদরের তুলারামপুরে দুই দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানসহ আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বিকালে সমাপনী অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের উন্নয়নে ৫০ হাজার টাকা দেন। এ ছাড়া তিনি ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানান। শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মত্স্য প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও স্বপন ভট্টাচার্য, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, তুলারামপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের পরিচালক অয়ন দাস, সাংগঠনিক সম্পাদক কার্তিক ঘোষ ও  শুভ্রা মুখার্জির ছোট ভাই কানাই লাল ঘোষ প্রমুখ। জানা যায়, ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইলের ভদ্রবিলা গ্রামে বাবা অমরেন্দ্র ঘোষ ও মা মীরা রানী ঘোষের ঘরে জন্মগ্রহণ করেন শুভ্রা। শুভ্রার শৈশবের প্রথম দিকটা ভদ্রবিলা গ্রামে নিজবাড়িতে কাটলেও পরবর্তীতে মামাবাড়ি তুলারামপুরে চলে যান। মামাবাড়ি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। পরে ১৯৫৫ সালের দিকে মায়ের সঙ্গে কলকাতায় চলে যান শুভ্রা। পরবর্তীতে তার অন্য ভাইবোনরা ভারতে চলে গেলেও ভদ্রবিলা গ্রামে বসবাস করছেন শুভ্রার ভাই কানাই লাল ঘোষ।

সর্বশেষ খবর