রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় মাদারীপুর, গাজীপুরে দুজন করে এবং ময়মনসিংহ, ফেনী, ঠাকুরগাঁও ও দিনাজপুরে মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের খবর— কুমিল্লার মুরাদনগরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব গ্রামে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কাচারকান্দী গ্রামের অটোচালক রুবেল, তার ভাই সোহেল, পাঁচপুকুরিয়া গ্রামের সোহাগ, তার স্ত্রী নাছিমা ও এলাহী বক্সের ছেলে আবদুল মান্নান। মাদারীপুর : সদর উপজেলার চরখোয়াজপুরে গতকাল ইজিবাইকের ধাক্কায় নিরব নামে এক শিশু নিহত হয়। নিরব ওই এলাকার নূরুল আমিনের ছেলে। অন্যদিকে একই উপজেলার সমাদ্দার এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস বিপরীতমুখী নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান নসিমন চালক আবদুস সালাম। গাজীপুর : পুবাইলের মীরেরবাজার থেকে একটি পিকআপ ভ্যান চান্দনা যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিকল হওয়া ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। মারা যান পিকআপ চালক মঞ্জুরুল ইসলাম। একই দিন ভোগড়া বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক এক গার্মেন্ট শ্রমিককে চাপা দিলে তার মৃত্যু হয়। নিহত খাজা আহমেদ শরীয়তপুর পালংয়ের আবদুল খালেকের ছেলে ও ভোগড়ার একটি গার্মেন্টের শ্রমিক ছিলেন। ময়মনসিংহ : ত্রিশালে বাসচাপায় নুরুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। নুরুল ইসলামের বাড়ি উপজেলার গুজিয়াম কাঠালীবন্দ গ্রামে। ফেনী : দাগনভূঞায় বাসচাপায় শেখ আহম্মদ নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহতের বাড়ি দাগনভূঞার গনিপুরে। ঠাকুরগাঁও : জেলায় সড়ক দুর্ঘটনায় সাহিদুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সহিদুর বালিয়াডাঙ্গী সনগাঁও গ্রামের দুলাল মোহাম্মদের ছেলে। দিনাজপুর : ঘোড়াঘাটের হাইদারনগরে ট্রাকের ধাক্কায় আল-আমিন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার নুরুল ইসলামের ছেলে। এছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় ট্রাকচাপায় রুমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রুমা উপজেলার খাড়েরা গ্রামের নরুর মিয়ার মেয়ে।

সর্বশেষ খবর