রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কালোবাজারে সরকারি চাল

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় কালোবাজারে বিক্রিকালে ট্রাকভর্তি ৩০৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ট্রাকচালককে। শুক্রবার রাতে কেশবপুর উপজেলার বন্যাকবলিত এলাকা থেকে চালভর্তি ট্রাকটি আসে তালার জাতপুর বাজারে। সেখানে আবদুল হামিদ রাইস মিলের গুদামে নেওয়ার সময় গ্রামবাসী থানায় খবর দেন। পরে পুলিশ চালসহ ট্রাকটি জব্দ করে। তালা থানার ওসি সগির মিয়া জানান, ট্রাকের চালক সরকারি বস্তায় রাখা এই চাল বৈধভাবে ক্রয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। চালগুলো কালোবাজারে বেচাকেনা হয়েছে বলে ধারণা তার।

তবে চালক জানান— খুলনার দৌলতপুরের ব্যবসায়ী ডিএম আলাউদ্দিনের সোনালী এন্টারপ্রাইজের ম্যানেজার শহিদুল ইসলাম ভাড়ায় তার ট্রাকে এই চাল পাঠিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর