রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মডার্ন হাইস্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে। গত ৩ দিনেও ওই নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন স্কুল পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়নি। গতকাল নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ওই স্কুলের প্রতিষ্ঠাতা প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান। এ সময় তার মেয়ে আঞ্জুম সুলতানা সীমাসহ অন্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আফজল খান বলেন, ১০ আগস্ট আরফানুল হক রিফাতকে সভাপতি করে ওই স্কুলের ৪ সদস্যের এডহক কমিটি অনুমোদন দেয় কুমিল্লা শিক্ষাবোর্ড। পরে ওই কমিটির বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা দায়ের করা হয়। ১৪ আগস্ট হাইকোর্ট এক আদেশে ওই এডহক কমিটির কার্যকারিতা স্থগিত করে। পরে প্রতিপক্ষ সুপ্রিমকোর্টের চেম্বার জজ আদালতে আপিল করলে ১৭ আগস্ট কোনো আদেশ না দিয়ে মামলাটি প্রধান বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত জেলা প্রশাসন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্কুলটি পরিচালনার জন্য আমাকে এবং আমার পরিচালনাধীন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ আফজল খানের।

সর্বশেষ খবর