রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আটক বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে দুই মামলা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বালুখালি ইউনিয়নের আটক মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। রাঙামাটির জুরাছড়ি থানা থেকে গতকাল তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে উ তয়েন থির বিরুদ্ধে অনুপ্রবেশ ও বিদেশি মুদ্রা পাচার অভিযোগে পুলিশ বাদি হয়ে মামলা দুটি করে। রাঙামাটি কতোয়ালি থানার ওসি রশিদ জানান, বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি ৯ বছর ধরে নিজের পরিচয় গোপন করে রাজমনি পাড়া শান্তিরত্ন বিহারে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। গোপন খবরে নিরাপত্তাবাহিনী ওই বিহারে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেছেন। উল্লেখ্য, শুক্রবার রাতে রাজমনি পাড়া শান্তিরত্ন বিহারে অভিযান চালিয়ে আটক করা হয় উ তয়েন থিকে। এ সময় তার কাছ থেকে মিয়ানমারের পরিচয়পত্র, বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদপত্র, মিয়ানমারের মুদ্রা ও বার্মিজ ভাষায় লেখা বই জব্দ করা হয়।

সর্বশেষ খবর