রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
জামালপুরে মুক্তিযোদ্ধা হত্যা

অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার দাবি

জামালপুর প্রতিনিধি

জিআরপি পুলিশের নির্যাতনে জামালপুরের মুক্তিযোদ্ধা আবদুল বারিক নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবার। জেলা শহরের হাটচন্দ্রা এলাকায় গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে নিহতের ছেলে মিজানুর রহমান জানান, জিআরপি পুলিশের নির্যাতনে গত ১১ জুলাই তার বাবা আবদুল বারিক মারা যান। ওই ঘটনায় জিআরপি থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা হলে পুলিশ রেলওয়ের টিকিট কালেক্টর আনিসুর রহমানকে গ্রেফতার করে। ঘটনার দেড় মাসের বেশি অতিবাহিত হলেও মূল আসামি জিআরপি থানার সাবেক ওসি গৌর চন্দ্রসহ অভিযুক্ত অন্য তিন পুলিশ সদস্য গ্রেফতার হননি। উল্টো মামলা তুলে নিতে একটি মহল মুক্তিযোদ্ধার পরিবারকে হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বজনরা। অবিলম্বে দোষী পুলিশ সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আবদুল বারিকের স্ত্রী মমতাজ, ভাই কাউছার ও পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর