সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ, খুনিদের বিচার দাবি

জেলা-উপজেলায় শোক র‌্যালি সমাবেশ

প্রতিদিন ডেস্ক

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল জেলা-উপজেলায় নানা কর্মসূচি পালন করেছে ১৪ দল। কর্মসূচির মধ্যে ছিল— শোকর‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা, দোয়া মাহফিল। একই সঙ্গে ভয়াবহ ওই নারকীয় হত্যায় জড়িত ও মদদদাতাদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বক্তারা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : নগরীর সদর রোডের সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস এমপির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন— দাশগুপ্ত আশীষ, অ্যাড. আবদুল হাই মাহবুব, সৈয়দ আনিচুর রহমান, মশিউর রহমান মিন্টু, অ্যাড. মজিবর রহমান। সিলেট : দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে কর্মসূচি চলাকালে বক্তারা বলেন- তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের অন্যতম উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া। তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। দেশ ও মানবতাবিরোধী জঙ্গি গোষ্ঠী ও তাদের মদদদাতাদের বিচার এ দেশের মাটিতেই হবে। বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও আসাদ উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. রাজ উদ্দিন, বিজিত চৌধুরী, ফয়জুল আনোয়ার আলোয়ার প্রমুখ। বগুড়া : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন— মজিবর রহমান মজনু, টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, অ্যাড. জাকির হোসেন নবাব প্রমুখ। ময়মনসিংহ : ভয়াল ২১ আগস্টকে ঘিরে ময়মনসিংহ শহর ছাত্রলীগের উদ্যোগে স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে মোড়ক উন্মোচন করেন অ্যাড. জহিরুল হক খোকা। অনুষ্ঠানে রেজাউল করিম রাসেল, ফরহাদ হোসেন রানা, মারুফ ইয়াজদানী প্রমুখ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ : মহেশপুর উপজেলার জিন্নানগর বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সভায় শহিদুজ্জামান তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালুকদার মো. ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, শরিফুল ইসলাম শরীফ, অমল কুমার কুণ্ড। লালমনিরহাট : জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যলয়ে কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, চিত্রপ্রদর্শনী, আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাড. সফুরা বেগম এমপি। অংশ নেন অ্যাড. মতিয়ার রহমানসহ অনেকে। দিনাজপুর : বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কামরুজ্জামানের সভাপতিত্বে এতে অংশ নেন মহব্বত হোসেন, মাহবুবুর রহমান, হারুন-অর-রশিদ সিদ্দিকি। নোয়াখালী : প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাড. নাজমুল হক, কাজী মানসুরুল হক খসরু, মিন্টু দেলোয়ার, গুলজার আহমদ জুয়েল। বক্তারা ২১ আগস্ট হামলার কুশীলবদের দ্রুত বিচার দাবি জানান। কুড়িগ্রাম : নিহতদের স্মরণে দোয়া শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, মো. জাফর আলী, অ্যাড. আব্রাহাম লিংকন, লতিফা হোসেন প্রমুখ। এ সময় দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ : দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন— অ্যাড. মো. আবু জাহির এমপি। নীলফামারী : জেলা ছাত্রলীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোকর‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে সমাবেশে দেওয়ান কামাল আহমেদ, হাফিজুর রশীদ মঞ্জু, শাহিদ মাহমুদ, মনিরুল হাসান আপেল প্রমুখ বক্তব্য রাখেন। জামালপুর : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে গতকাল দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ছাত্রলীগ নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে মানববন্ধনে জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু ও মাকসুদ বিন জালাল প্লাবন বক্তৃতা করেন। লক্ষ্মীপুর : সদর উপজেলা ১৪ দলীয় জোট দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে। জাকির হোসেন আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, শামছুল ইসলাম, এম আলাউদ্দিন, অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, মাস্টার রুহুল আমিন প্রমুখ। বক্তারা হামলার পরিকল্পনাকারী ও খুনিদের ফাঁসির দাবি জানান। টঙ্গী : গাজীপুরের টঙ্গী পাগাড় এলাকায় গতকাল বিকালে ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট  জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে সভা হয়েছে। আ. কাদের পাঠানের সভাপতিত্বে, সোহেলের সঞ্চালনায় বক্তৃতা করেন অ্যাড. আজমত উল্লাহ খান,  সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ, টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার, মতিউর রহমান মতি, কাউন্সিলর হেলাল উদ্দিন, আবুল হোসেন, সাংবাদিক সৈয়দ আতিক, কামরুল আহসান রাসেল, সরকার বাবু, খালেদুর রহমান রাসেল ও কামরুজ্জামান খান সুমন প্রমুখ। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলির সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এম আমান উল্লাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। পঞ্চগড় : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পঞ্চগড় শাখার আয়োজনে সকালে শের-ই-বাংলা পার্ক সংলগ্ন সড়কে মানববন্ধনে মহিলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, আওয়ামী লীগ নেতা আনোয়ার সাদাত সম্রাট, আমিরুল ইসলাম।

সর্বশেষ খবর