মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভারি বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত বাড়ি-ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিদিন ডেস্ক

কয়েক দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, ঝালকাঠি, চাঁদপুর ও পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল। ধসে গেছে এসব এলাকার শত শত কাঁচা ঘর। পানিতে নষ্ট হয়েছে বহু খেতের ফসল। ভেসে গেছে অনেক খামারির ঘেরের মাছ। বিদ্যুৎ সরবারহ বিঘ্নিত হয়েছে কোথাও কোথাও। প্রতিনিধিদের পাঠানো খবর—

সাতক্ষীরা : এক সপ্তাহের টানা বৃষ্টিতে সদর, আশাশুনি, তালা ও শ্যামনগর উপজেলার হাজার হাজার হেক্টর জমি তলিয়ে ফসল নষ্ট হয়েছে। ভেসে গেছে জেলার ১৭ হাজার ৯৫১টি ঘের, ছোটবড় পুকুর-দিঘির মাছ। বাগেরহাট : জেলার কয়েক হাজার মাছের ঘের ভেসে গেছে। পানিতে তলিয়ে রয়েছে কয়েক অসংখ্য আমনের বীজতলা, পানের বরজসহ সবজি খেত। ঝিনাইদহ : জেলায় ভারী বর্ষণে ছয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন শত শত পরিবার। ঝালকাঠি : কয়েকদিনের বিরামহীন বর্ষণে জেলার নিম্মাঞ্চল তলিয়ে আছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। চাঁদপুর : শহররক্ষা বাঁধের ব্লক ধসে আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের ভারি বৃষ্টির পর হঠাৎ ভাটার টানে পুরানবাজার দোলমন্দির এলাকায় বেশকিছু ঘরবাড়ি ও দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সর্বশেষ খবর