বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নাব্যতা সংকটে কাওড়াকান্দি শিমুলিয়ায় ফেরি বন্ধ

পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন

মাদারীপুর প্রতিনিধি

পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে রো রো ফেরি। অন্য ফেরিগুলো চলাচল করছে ধারণ ক্ষমতার অর্ধেক যানবাহন নিয়ে। এরপরও সেগুলো পারাপারে সময় বেশি লাগছে। ফলে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে।

বিআইডব্লিউটিএসহ একাধিক সূত্রে জানা যায়, গত কয়েকদিনে পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে কমতে থাকায় নৌরুটে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। এ কারণে গত সোমবার সকাল থেকে কর্তৃপক্ষ এ রুটের চারটি রো রো ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়। অল্প ড্রাফটের চারটি কে-টাইপ ও পাঁচটি ডাম্ব ফেরি ধারণ ক্ষমতার অর্ধেক যানবাহন নিয়ে চলতেও হিমশিম খাচ্ছে। পারাপারে সময়ও লাগছে প্রায় ৩০ মিনিট বেশি। বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আ. সালাম বলেন, ‘আমরা সমস্যা উত্তরণের চেষ্টা করছি।’

সর্বশেষ খবর