বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বখাটের উৎপাতে বন্ধ হওয়ার পথে পাবনা কৃষি ইনস্টিটিউট

পাবনা প্রতিনিধি

বখাটের উৎপাতে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। ছাত্রাবাসের ক্যান্টিন দখলে নিতে না পেরে তালা ঝুলিয়ে দিয়েছে। দুই সপ্তাহ ধরে ক্যান্টিন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তিন শতাধিক আবাসিক ছাত্র। পাবনার ঈশ্বরদীতে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। বৃহত্তর পাবনাসহ বিভিন্ন জেলার শিক্ষার্থী এখানে ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করেন। সম্প্রতি স্থানীয় ও বহিরাগত কিছু চাঁদাবাজ-সন্ত্রাসীর দাপটে অতিষ্ঠ শিক্ষার্থীরা। একাধিক শিক্ষার্থী জানান, স্থানীয় তানভীর, মান্নাসহ কয়েক দুর্বৃত্ত দীর্ঘদিন আবাসিক ছাত্রদের কাছ থেকে চাঁদা আদায়, ভয়ভীতি প্রদর্শন ও ছিনতাই করে আসছিল। সম্প্রতি তারা ছাত্রাবাসের ক্যান্টিন পরিচালনার দাবি করে। কর্তৃপক্ষ এ অনৈতিক দাবিতে রাজি না হলে বখাটেরা শিক্ষার্থীদের মারধর করে তালা ঝুলিয়ে দেয়। ক্যান্টিন বন্ধ থাকায় বাধ্য হয়ে অনেক ছাত্র রান্না করে খাচ্ছেন। ছাত্রাবাস ছেড়ে বাড়ি গেছেন কেউ কেউ। কয়েকটি সেমিস্টারের পরীক্ষা চলায় নিরুপায় হয়ে খেয়ে না খেয়ে পরীক্ষা দিচ্ছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আবাসিক ছাত্র জানান, বহিরাগতদের অত্যাচারে আমাদের এখানে টিকে থাকাই মুশকিল হয়ে পড়েছে। ক্যাম্পাসের বাইরে গেলেই ওরা টাকা-পয়সা, মুঠোফোন কেড়ে নেয়। প্রতিবাদ করলে মারধর করে। বিষয়টি প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। হোস্টেল সুপার সাজ্জাদ হোসেন জানান, স্থানীয় এসব সন্ত্রাসী এতটাই বেপরোয়া যে, আমরাই ভয়ে থাকি কখন কি হয়। তারা জোরপূর্বক ক্যান্টিন বন্ধ করে দিয়েছে। তালা খোলার সাহস পাচ্ছি না। পুলিশকে জানিয়েও কার্যকর ফল পাওয়া যায়নি। ইনস্টিটিউটের অধ্যক্ষ এসএস হাসান আলী বলেন, ‘আমরা ছাত্রদের কাছ থেকে বহিরাগতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানোর পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাতেও কোনো লাভ হয়নি। পাবনার পুলিশ সুপার আলমগীর কবির জানান, বখাটেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের নৈরাজ্য সমর্থনযোগ্য নয়।

সর্বশেষ খবর