বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নরসিংদী ও গাজীপুরে নয় হাজার বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিদিন ডেস্ক

নরসিংদীতে ৮ ও গাজীপুরে এক হাজার বাড়ির গ্যাস সংগযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত শিবপুর উপজেলার কারারচরী পাটুয়ারপাড় এলাকায় এই সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালানো হয়। নরসিংদী তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক  তওহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসারুল ইসলাম আফসারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। তিতাসের নরসিংদী আঞ্চলিক বিক্রয় কেন্দ্রের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী তাইফুর রহমানের নেতৃত্বে একটি কারিগরি দল মাটি খুঁড়ে প্রায় ১ হাজার ৮ শত ফিট ২ ইঞ্চি ব্যসার্ধের লোহার পাইপ উদ্ধার করে। খুব নিম্নমানের লোহার পাইপ থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা ছিল বলে জানান তিনি। তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি।

এদিকে গাজীপুর প্রতিনিধি জানান, মহানগরীর ছোট দেওড়া, ভোড়া ও জামতলা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় গতকাল দিনব্যাপী এ অভিযান চালানো হয়। তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী জানান, সকালে প্রথমে ছোট দেওরা এলাকায় অবৈধভাবে স্থাপিত এক ইঞ্চি ব্যাসের প্রায় দুই কিলোমিটার এবং চার ইঞ্চি ব্যাসের প্রায় দেড় কিলোমিটার গ্যাস লাইনের ৫০০ আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ভোড়া ও জামতলা এলাকায় বিচ্ছিন্ন করা হয় দুই ইঞ্চি ব্যাসের আধা কিলোমিটার গ্যাস লাইনের ৫০০ অবৈধ সংযোগ।

সর্বশেষ খবর