বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
শিক্ষককে মারধর

সড়ক অবরোধ-ভাঙচুর পুলিশসহ আহত ১৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছাত্রকে শাসন করায় এক শিক্ষককে মারধর করেছে তার বাবা। প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল সড়ক অবরোধ, বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। আহত হন তিন পুলিশ সদস্যসহ ১৩ জন। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার থেকে স্কুলটি দুই দিন ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষককে মারধরের অভিযোগে পুলিশ এক শিক্ষার্থীর বাবা পলাশ পিরিচকে আটক করেছে। এ ব্যাপারে গতকাল জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারফত আলী দেওয়ান ও স্থানীয়রা জানান, পরীক্ষার ফল খারাপ ও ক্লাসে দুষ্টুমি করায় সোমবার সকালে সপ্তম শ্রেণির ছাত্র পলফ ড্যানিয়েল পিরিচকে চড় দেন সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক। ক্লাসের পর স্কুল থেকে বেরিয়ে পলফ ঘটনাটি বাবা পলাশ পিরিচকে জানায়। পরে ছাত্রের বাবা পলাশ ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে নালিশ দেয়। বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পলাশ চলে যান। পথে ওই শিক্ষকের সঙ্গে দেখা হয় পলাশের। এ সময় তিনি শিক্ষকের পথরোধ করে ছেলেকে কেন মেরেছে তার কৈফিয়ত চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পলাশ শিক্ষিকের নাকে মুখে কিল-ঘুষি মারতে থাকেন।

সর্বশেষ খবর