বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কুবির দগ্ধ ছাত্রী নিসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাশে একটি ছাত্রী নিবাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান নিসাসহ তিনজনের নাম উল্লেখ করে ছয় ছাত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।  গতকাল সন্ধ্যায় থানার এসআই শহিদুল বাশার বাদী হয়ে এ মামলাটি করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সালমানপুর এলাকার মনিরুল ইসলাম মৃধার ‘প্রশান্তি’ ভবনের হেভেন নামে একটি ছাত্রী নিবাসে গত মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয়। এ সময় ওই ছাত্রী নিবাসের নিচতলার একটি কক্ষের দরজা-জানালাসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়। ওই কক্ষে থাকা ছাত্রী ফাহমিদা হাসান নিসার শ্বাসনালিসহ তার শরীরের ৪৫ ভাগ দগ্ধ হয়। মামলায় এই ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী মর্জিনা বেগম এবং আইসিটি বিভাগের ছাত্রী নুরুন নাহারসহ অজ্ঞাতনামা আরও তিন ছাত্রীকে আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর