শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

অবহেলায় ‘মৃত্যু’, পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় ফারজানা বেগম নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের নির্দেশ দেওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন পরিবারের লোকজন ও স্থানীয়রা।

জানা যায়, গত বুধবার সকালে পেটে ব্যথা নিয়ে শহরের পাঠককান্দি এলাকার জাকির হোসেনের স্ত্রী ফারজানা বেগমকে ভর্তি করা হয় চৌধুরী ক্লিনিকে। সেখানে গাইনি বিভাগের চিকিৎসক খালেদা খানম তাকে অস্ত্রোপচারের কথা বলে বিকাল ৫টায় অপারেশন থিয়েটারে নেন। রাত ৮টার দিকে ক্লিনিকের ডাক্তাররা ফারজানাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে স্থানান্তরের নির্দেশ দেন। এমনকি তাকে অ্যাম্বুলেন্সেও তুলে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। এ সময় স্বজনরা দেখতে পান ফারজানা মারা গেছেন। এর আগে সটকে পড়েন চিকিৎসকরা। ঘটনার পর ক্লিনিকের সামনে বিক্ষোভ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফারজানার স্বামী জাকির হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে চৌধুরী ক্লিনিকে ভর্তির পর বুধবার বিকালে অপারেশন থিয়েটারে নেয়। রাত ৮টার দিকে মৃত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানোর নির্দেশ দেন ডাক্তার। আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমি স্ত্রী হত্যার বিচার চাই।’ সদর থানার এসআই শ্যামল বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা  নেওয়া হবে।

সর্বশেষ খবর