শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জেলায় জেলায় শুভ জন্মাষ্টমী উদযাপন

প্রতিদিন ডেস্ক

ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী ছিল গতকাল। দিবসটি উদযাপন উপলক্ষে হিন্দু ধর্মালম্বীরা আয়োজন করে নানা অনুষ্ঠানের। এর মধ্যে ছিল র‌্যালি, গীতা পাঠ, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ। প্রতিনিধিদের পাঠানো খবর—

বাগেরহাটে : শালতলা কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে অলোচনাসভা শেষে মঙ্গলপ্রদ্বীপ প্রজ্বালন করেন স্বামী কালিকেশানন্দজী মহারাজ। অমিত রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোজাস্মেল হোসেন। বগুড়া : শোভাযাত্রা শেষে জিলা স্কুলে অডিটোরিয়ামে সভায় অভিজিৎ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশরাফ উদ্দিন, আসাদুজ্জামান, মমতাজ উদ্দিন। ময়মনসিংহ : শহরের দুর্গাবাড়ি মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন মুস্তাকিম বিল্লাহ ফারুকী, সৈয়দ নুরুল ইসলাম, শ্রী স্বপন সরকার। গাজীপুর : জয়দেবপুরের ইন্দ্রেশ্বর শিবমন্দির থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে অ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, মনীন্দ্র চন্দ্র মণ্ডল, মানিক চন্দ্র দে। এদিকে কালীগঞ্জ ও কাপাসিয়ায় সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করে। গোপালগঞ্জ : জেলা সদরের বিভিন্ন মন্দির থেকে শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় কালিবাড়িতে সবাই সমবেত হন। পরে সম্মিলিত র‌্যালি ও আলোচনা সভা হয়। চুয়াডাঙ্গা : বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন পলাশ কুমার সাহা, কিংকর কুমার দে, শ্যামল কুমার নাথ। নীলফামারী : শহরের কেন্দ্রীয় আনন্দময়ী কালীবাড়ি চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ অংশ নেন। পঞ্চগড় : জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। কিশোরগঞ্জ : কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে আজিমুদ্দিন বিশ্বাস, রাকিব খান, অ্যাড. বিজয় শঙ্কর রায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী অংশ নেন। সাতক্ষীরা : শহরে বের হওয়া র‌্যালিতে অংশ নেন মনোরঞ্জন মুখার্জি, অ্যাড. অনীত মুখার্জি, অসীম চক্রবর্তীসহ সহস্রাধিক ভক্ত। মাগুরা : প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার, জেলা প্রশাসক মাহবুবর রহমানসহ বিশিষ্টজনদের উপস্থিতে র‌্যালি বের হয়। বরগুনা : শহরে বের হওয়া শোভাযাত্রায় অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, জেলা প্রশাসক ড. বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক অংশ নেন। মুন্সীগঞ্জ : মিরকাদিম পৌরসভার কমলাঘাট হরিসভা থেকে র‌্যালি বের হয় কালিন্দি পাড়া জয় শ্রী কালী মন্দিরের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন। নোয়াখালী : শোভাযাত্রা-পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন— সুব্রত কুমার দে, নুরুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী। লক্ষ্মীপুর : জাতীয় হিন্দু মহাজোট লক্ষ্মীপুর শাখার উদ্যেগে বের হয় শোভাযাত্রা। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ঝিনাইদহ : মদন-মোহন মন্দির থেকে র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করে। কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর মন্দিরের সামনে সভায় সভাপতিত্ব করেন প্রণব সরকার। বক্তব্য রাখেন পৌরমেয়র মজিবুর রহমান প্রমুখ। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ীতে জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদল চন্দ  সাহা। বক্তব্য রাখেন জিয়াউল হোসেন, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ। ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। রূপগঞ্জ : নারায়ণগঞ্জর রূপগঞ্জে শোভাযাত্রা শেষে চরণ দাসের সভাপতিত্বে রত্নেশ্বর, মহানন্দ ও কিশোর বাবুর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সখীপুর (টাঙ্গাইল) : বিশাল শোভায়াত্রা বের করে উপজেলা প্রশাসন। এতে উপজেলা চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, নির্বাহী অফিসার এসএম. রফিকুল ইসলাম, পৌরমেয়র আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন। ধামরাই : ঢাকার ধামরাইয়ে নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতির বিকালে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির আয়োজনে ধামরাই পৌর মেয়র গোলাম কবির রথখোলায় জন্মাষ্টমীর র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালির নিরাপত্তার জন্য তিনি পুলিশের পাশাপাশি প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী মুসলিম ভলেন্টিয়ারকে দায়িত্ব দেন। বিশাল র‌্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে যশোমাধব মন্দিরে এসে শেষ হয়।

সর্বশেষ খবর