শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সাপের দংশনে চারজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

জামালপুর, ঝিনাইদহ, নাটোর ও সাতক্ষীরায় সাপের দংশনে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাত ও গতকাল ভোরে এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—

সাতক্ষীরা : কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামে সাপের দংশনে আমিরুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এর দুই দিন আগে আমিরুলের বাবা আনার গাজীও সাপের দংশনে মারা যান। ঝিনাইদহ : কালীগঞ্জে গতকাল ভোর রাতে সাপের দংশনে মৃত্যু হয়েছে সায়েম হোসেন নামে এক শিশুর। সায়েম উপজেলার পাতিবিলা গ্রামের প্রবাসী মনিরুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, রাতে শিশু সায়েম মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। এ সময় বিষধর সাপ মশারির মধ্যে ঢুকে তাকে দংশন করে। নাটোর : নলডাঙ্গা উপজেলায় সাপের দংশনে সেলিনা খাতুন নামে এক স্কুলছাত্রী মারা গছে। উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। সেলিনা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। জামালপুর : বকশীগঞ্জ উপজেলার ঘাসীরপাড়া গ্রামে বুধবার দিবাগত গভীর রাতে সাপের দংশনে মারা গেছেন শরাফত আলী নামে এক যুবক। শরাফত উপজেলার মধ্য ঘাষিরপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে ও কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

সর্বশেষ খবর