শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
বিস্ফোরণের ঘটনা

কুবির দুই ছাত্রীর রিমান্ড শুনানি রবিবার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রী নিবাসে বিস্ফোরণের মামলায় দুই ছাত্রীর ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত আগামী রবিবার এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছেন।

গতকাল বিকালে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমীর আদালতে হাজির করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুন্নাহার ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মর্জিনা আক্তারকে। বিস্ফোরণে দগ্ধ আরেক ছাত্রী ফাহমিদা হাসান চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার দুই ছাত্রীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পুলিশ জানিয়েছে, ওই তিন ছাত্রী ইসলামী ছাত্রী সংস্থার রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাদের পরিবার এ দাবি অস্বীকার করেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর গ্রামে প্রশান্তি নামের বাসায় এই ছাত্রীদের রুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

সর্বশেষ খবর