শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ময়মনসিংহে পত্রিকা অফিসে হামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় অফিসে অবস্থানরত দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং যায়যায়দিনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো. মূসা এবং দেশ টিভির প্রতিনিধি ইলিয়াস আহমেদ সন্ত্রাসী হামলায় আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, রামবাবু রোড এলাকার অলকা নদী বাংলা কমপ্লেক্সের পাশে স্থানীয় শহীদুল্লাহ সাঙ্গপাঙ্গ নিয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ার আবদুর রহিমকে বেধড়ক পিটায়। এ সময় খবর পেয়ে পাশেই অবস্থিত দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস-এর সাংবাদিকরা এগিয়ে আসে। সাংবাদিকরা পরিস্থিতি দেখে পুলিশকে অবগত করলে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর চড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা আবদুর রহিমের ভবনে ঢুকে নিচতলায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস অফিসে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা পত্রিকা অফিসে ঢুকে দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে ও পত্রিকা অফিসের কম্পিউটার, ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনার পরই ময়মনসিংহে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক দলের নেতারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রহ্মপুত্র পত্রিকা অফিস পরিদর্শন করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পত্রিকা অফিসে হামলাকারী অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর