শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিদিন ডেস্ক

ফরিদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার দুপুরে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর গজারিয়া এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটনসহ জেলা বিএনপি, যুবদলের নেতৃবৃন্দ। মানিকগঞ্জ : জেলার হরিরামপুরে ৪০০ বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করেছে রোটারি ক্লাব অব ঢাকা মিড টাউন। শুক্রবার সকালে হরিরামপুর উজলো কমপ্লেক্স প্রাঙ্গণে বন্যার্তদের হাতে এ ত্রাণ তুলে দেন রফিক আহমেদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন সুলতানা রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দীন প্রমুখ। জামালপুর : জেলার মাদারগঞ্জে রবিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ। এ সময় সংগঠনের নায়েবে আমির মাওলানা ইসমাইল, যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা মাহবুবুল হক প্রমুখ উপস্থিত থেকে এ অর্থ সহায়তা প্রদান করেন। টাঙ্গাইল : জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিট। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৬০০ পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্র মোহন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন।

সর্বশেষ খবর