শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর এলাকায় শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে কাজী রেনু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত কাজী রেনু মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার ঊনজুটি-নোয়াখোলা গ্রামের বাসিন্দা। এতে আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা-দেবিদ্বার আঞ্চলিক সড়কের  দেবিদ্বার উপজেলার বাগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেবিদ্বার থেকে ছেড়ে আসা ওই অটোরিকশাটি বাগুর এলাকার দিকে যাচ্ছিল। এ সময় সামনে দিয়ে একটি শিশু রাস্তা পারাপারের উদ্দেশ্যে দৌঁড় দেয়। এ সময় চালক অটোরিকশাটি নিয়ন্ত্রণ করতে গিয়ে রাস্তার পাশে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হয়। ?আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রেনু মিয়াকে মৃত ঘোষণা করেন। দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ স্বজনরা হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চাঁপাইনবাবগঞ্জে কিশোর : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বাসের ধাক্কায় সাইকেল আরোহী এক অজ্ঞাতনামা কিশোর (১৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড় এলাকায়। শিবগঞ্জ গামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই কিশোর। পরে তার লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ খবর