শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ফরিদপুরে স্কুলের ভবনের ছাদ ধসে নিহত ১, আহত ৫০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ফুটবল খেলা দেখতে গিয়ে ভিড়ের চাপে স্কুলের ছাদ ধসে একজন নিহত ও কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলে বানা এম এ মজিদ হাইস্কুলের মাঠে রায়হান মাস্টার আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বিকালে অনুষ্ঠিত হয়। ফুটবল খেলা দেখতে আসা কয়েকশ ব্যক্তি স্কুলের ভবনের ছাদে ওঠেন। খেলার একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে অতিরিক্ত ভিড়ের চাপে ভবনের ছাদটি ধসে পড়ে। এতে মারাত্মক আহত হন বেশ কিছু দর্শক। তাদের মধ্যে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান রুবেল মিয়া (৩০) নামের এক ব্যক্তি। তার বাড়ি উপজেলার দীঘলপাড়া গ্রামে। তার বাবার নাম আজিজার রহমান। এদিকে, ভবনের ছাদ ধসে পড়ার পর হাজারো মানুষের ছোটাছুটিতে পায়ের নিচে পড়ে অনেকেই আহত হন। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যায়। ভবন ধসে পড়ার পর খেলাটি বন্ধ হয়ে যায়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আবদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। যদিও সংসদ সদস্য আবদুর রহমান অক্ষত আছেন। তবে তার এপিএস নয়ন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান একজন নিহতের খবর নিশ্চিত করে বলেন, আহত কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তিকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর