রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলা থেকে চারজনকে আটক করা হয়েছে। তারা হলো— সদরপুর এলাকার আলমনগর গ্রামের নুরু মৃধার ছেলে ফরিদ মৃধা (৩২), মটুকচর গ্রামের মৃত আবদুল কাদের মাতুব্বরের ছেলে শহিদুল ইসলাম (৩৫), চরবিষুপুর গ্রামের দেলোয়ার হোসেন মোল্যার ছেলে মহসিন মোল্যা (৩৫) এবং ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবদুর সাত্তার মোল্যার ছেলে নাহিদ মোল্যা ওরফে নাদিম (২০)। পুলিশ বলছে— এসব যুবক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এবং তাদের কাছ থেকে ২টি নাইন এম এম পিস্তল, ১টি ওয়ান স্যুটারগান, ১০ রাউন্ড গুলি, ২২টি বোমা ও বিপুল পরিমাণ জিহাদী বই, সিডি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে এ অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ফরিদ মৃধা আনসারুল্লাহ বাংলা টিমের ফরিদপুর অঞ্চলের প্রধান বলে দাবি করেছে পুলিশ। গতকাল দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জামিল হাসান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার লক্ষীপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় এজাহারভুক্ত আসামি নাহিদ মোল্যা ওরফে নাদিমকে আটক করা হয়। নাদিম জিজ্ঞাসাবাদে জানায় সে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। নাদিমের স্বীকারোক্তি মতে রাতে সদরপুরে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ফরিদপুর অঞ্চলের নেতা ফরিদ মৃধাকে আটক করা হয়। পরবর্তীতে আটক করা হয় শহিদুল ইসলাম ও মহসিন মোল্যাকে।

সর্বশেষ খবর