সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ

নেত্রকোনা প্রতিনিধি

মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে নেত্রকোনা পৌর শহর। ড্রেনেজ ব্যবস্থার অপর্যাপ্ততার ফলে এ দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী।  জয়নগর এলাকার অবুল কাইয়ূম, রবিন, বাবুসহ পৌর এলাকার অনেকেই জানান, পৌর এলাকার বেশিরভাগ সড়ক এখনো কাঁচা। ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। গতকাল সকালে মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে জয়নগরের আধুনিক সদর হাসপাতাল সড়কসহ শহরের প্রধান সড়কগুলো ডুবে গেছে। তারা আরও জানান, গত ১০ বছর ধরে পৌরবাসী এমন দুর্ভোগ পোহাচ্ছে। নিয়মিত সব ট্যাক্স পরিশোধ করেও সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী। অন্যদিকে, জনপ্রতিনিধিরা সভা-সেমিনারে উন্নয়নের জোয়ার তুলে দেন। এ ব্যাপারে পৌরসভার প্রকৌশলী কাজী নূরুন্নবী বলেন, ড্রেনের কোথাও হয়তো জ্যাম হয়ে পড়ায় পানি আটকে গেছে। পরে আবার সরে গেছে।

সর্বশেষ খবর