মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শ্রীপুর ও সাভারে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

শ্রীপুর ও সাভার প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গিলাচালা ও কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় একজনকে জরিমানা ও ২ হাজার সংযোগ বিচ্ছিন্ন এবং ১০ কিলোমিটার এলাকার পাইপ উঠিয়ে জব্দ করা হয়েছে। শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আবদুল আউয়ালকে ভ্রাম্যমাণ আদালত ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজা আদলত পরিচালনা করেন। তিনি জানান, গাজীপুর ও ভালুকা অঞ্চলের তিতাসের গ্যাসের কর্মকর্তারা আগে থেকেই মাইকিং করে অবৈধ সংযোগে সাধারণকে নিরুৎসাহিত করে আসছিলেন। এলাকায় গিয়ে দেখা গেছে, অবৈধ সংযোগধারীদের অনেকে অভিযানের আগে নিজেরাই তাদের সংযোগ বিচ্ছিন্ন করেছেন। অনেককে আবার বাড়িতে পাওয়া যায়নি। তাদের সংযোগ দেওয়া পাইপ উঠিয়ে আনা হয়েছে। এমন ১০ কিলোমিটার এলাকার পাইপ উঠানো হয়েছে।

এদিকে ঢাকার সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  সোমবার দুপুরে সাভার তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পনির উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মোকছেদুর রহমানের নেতৃত্বে আশুলিয়ার বাসাইদ এলাকার দুই হাজার ৩০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এ সময় ওই এলাকার পাঁচটি পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে লাইনের গ্যাস বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। এ সময় দুই ইঞ্চি ১৮ ফিট কয়েকশ’ পাইপ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, এলাকার রাজু আহমেদ ৪০/৫০ হাজার করে টাকা নিয়ে প্রায় দুই হাজার ৪০০ পরিবারের মাঝে অবৈধ গ্যাস সংযোগ দেন।

সর্বশেষ খবর