মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
চাল বিতরণ নিয়ে বিরোধ

দুই কর্মকর্তাকে মারধর হাসপাতালে ভর্তি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলা খাদ্য কর্মকর্তা ও উপ-সহকারী খাদ্য পরিদর্শকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সেনবাগ সরকারি খাদ্য গুদামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপ-সহকারী খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণের ডিলার নিয়োগ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের এমপি মোরশেদ আলম ও পৌর মেয়র আবু জাফর টিপু গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে এমপির অনুসারী গোলাম কবির ও জাকারিয়া আল-মামুন গতকাল দুপুরে খাদ্য গুদামে গিয়ে পরিদর্শক দেলোয়ার ও উপজেলা খাদ্য কর্মকর্তা দেবাশীষ চাকমাকে মারধর করে।  সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জেরে ডিলার নিয়োগ নিয়ে খাদ্য পরিদর্শককে মারধর করা হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা দেবাশীষ চাকমা জানান, হতদরিদ্রদের মাঝে চাল বিক্রির ডিলার নিয়োগে সম্পূর্ণ কর্তৃত্ব ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার। এ নিয়ে খাদ্য বিভাগ দায়িত্বপ্রাপ্ত না হলেও তারা হামলার শিকার হয়েছেন।

সর্বশেষ খবর