বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

গার্মেন্ট কর্মীকে এসিড নিক্ষেপ সাবেক স্বামী আটক

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় রোমানা আক্তার নামে এক তৈরি পোশাক কারখানার শ্রমিককে এসিড নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় জড়িত রোমানার সাবেক স্বামী হানিফ শেখকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন এলাকাবাসী। আশুলিয়ার বলিভদ্র এলাকায় সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এসিডদগ্ধ রোমানা সিরাজগঞ্জের সলঙ্গার রুস্তুম আলীর মেয়ে। পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে বলিভদ্র এলাকা থেকে এসিডদগ্ধ এক গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেশার টাকার জন্য সাবেক স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রথমে তাকে স্থানীয় নাগরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। নাগরিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, রোমানার শরীরের ৪০-৪৫ শতাংশ ঝলসে গেছে। এছাড়া মাথায় আঘাতের চিহৃ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পোশাক শ্রমিকের ভাইয়ের বরাত দিয়ে ওসি মহাসিনুল কাদির জানান, সোমবার দিবাগত রাত ১১টার মেয়েটি বাসায় জানালার পাশে বসেছিল। এ সময় কয়েকজন ব্যক্তি জানালা দিয়ে তার গায়ে এসিড ছুড়ে। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা সাকেব স্বামী হানিফকে গণপিটুনি দেয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

সর্বশেষ খবর