শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিভিন্ন স্থানে পুলিশি বাধা লাঠিচার্জ

প্রতিদিন ডেস্ক

সারা দেশে গতকাল পালিত হয়েছে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে বিএনপি ও এর সহযোগী সংগঠন। তবে কয়েকটি জেলায় কর্মসূচি পালনে পুলিশি বাধা ও লাঠিচার্জের অভিযোগ করেছেন নেতা-কর্মীরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

নারায়ণগঞ্জ : সকালে বিএনপি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় অংশ নেন অ্যাড. তৈমূর আলম খন্দকার, বদরুজ্জামান খান খসরু, আনোয়ার হোসেন খান। পরে রাশিদুর রহমান রশোর নেতৃত্বে মিছিল বের হলে পুলিশ ব্যানার কেড়ে নেয় ও লাঠিচার্জ করে বলে জানান নেতা-কর্মীরা। এতে আহত হন ১০ জন। আটক করে রাশিদুর রহমান রশোসহ তিনজনকে। কুমিল্লা : চান্দিনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপি কার্যালয়ে সভা শেষে র‌্যালি বের করাতে চাইলে পুলিশি বাধায় র‌্যালি করতে পারেনি। আলোচনা সভায় খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ‘অনির্বাচিত সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। গণতন্ত্রহীনতার কারণে সর্বত্র বিরাজ করছে অস্থিরতা। দেশটাকে পরিণত করেছে কারাগারে।’ এদিকে দক্ষিণ জেলা বিএনপি নগরীর কান্দিরপাড় কার্যালয়ে আলোচনা সভা করে। এতে সভাপতিত্ব করেন সৈয়দ জাহাঙ্গীর। নোয়াখালী : শহরের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয়। সেখান থেকে শোভাযাত্রা বের করতে চাইলে পুুলিশি বাধার মুখে পড়ে। ঝালকাঠি : দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা কেক কাটার পর শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশি বেষ্টনীর মধ্যে সমাবেশ করা হয়। বরিশাল : সদর রোডে দলীয় কার্যালয়ে সমাবেশে সভাপতির বক্তৃতায় মহানগর বিএনপির সভাপতি অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন। ভারতকে মুনাফা দিয়ে সুন্দরবনের ক্ষতি করে রামপালে বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে কেন? প্রধানমন্ত্রী কিসের জন্য সুন্দরবন ধ্বংস করে রামপালে বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করতে চান সেটা জাতির কাছে স্পষ্ট নয়। সমাবেশের পর বের হয় র‌্যালি। রাজশাহী : নগরীর ভুবন মোহন পার্কে সমাবেশ করে। মিজানুর রহমান মিনু, শফিকুল হক মিলনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতারা অংশ নেন। বগুড়া : আলোচনা সভা, কেক কাটা, বেলুন উড়ানো, জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব বরেন ভিপি সাইফুল ইসলাম। ঝিনাইদহ : দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মসিউর রহমান। খাগড়াছড়ি : দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউছুফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ : দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাড. শামছু মিয়া চৌধুরী। মেহেরপুর : শহরের শাহজিপাড়ায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন আনছারুল হক। কিশোরগঞ্জ : রথখলা মাঠ থেকে র‌্যালি বের হয়। পরে আখড়া বাজারে আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। লক্ষ্মীপুর : দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল খায়ের ভূঁইয়া। বক্তব্য রাখেন অ্যাড. শামছুল আলম, সাহাবুদ্দিন সাবু। নীলফামারী : র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভাপতিত্ব করেন অ্যাড. আনিছুল আরেফিন চৌধুরী। চুয়াডাঙ্গা : প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরিফুজ্জামান শরীফ। জামালপুর : সমাবেশে বক্তব্য দেন অ্যাড. ওয়ারেছ আলী মামুন, আমজাদ হোসেন প্রমুখ। এদিকে মেলান্দহে সমাবেশে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান বাবুল, দিদার পাশা প্রমুখ। পিরোজপুর : বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আলমগীর হোসেন। আবদুস ছালামের সভাপতিত্বে শেখ শহিদুল্লাহ শহীদ, মির্জা জহুরুল হক বক্তৃতা করেন। নওগাঁ : দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন আবু বক্কর সিদ্দিক নান্নু। মাদারীপুর : জেলা বিএনপি কার্যালয়ে জাহান্দার আলী জাহানের নেতৃত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে শাহমাদার দরগাহ কমপ্লেক্সে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাজী হুমায়ূন কবির। লালমনিরহাট : আসাদুল হাবিব দুুলুর নেতৃত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাফিজুর রহমান বাবলা, এ কে এম মমিনুল হক। এর আগে বের হয় র‌্যালি। গাজীপুর : র‌্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কাজী ছাইয়েদুল আলম বাবুল। জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় সমাবেশ শেষে র‌্যালি বের করা হয়। এতে শাহাজাহান ফকির, কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, নাহিন আহমেদ মমতাজী, কাজী খান, শহীদুল্লাহ শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় লুত্ফর রহমান খান সানির নেতৃত্বে একটি মিছিল পৌর এলাকা প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভা হয়।

সর্বশেষ খবর